ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ সাদিও মানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আল নাসরে যোগ দেওয়া সেনেগালের তারকা ফুটবলারের সাদিও মানে বাংলাদেশিদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন। সম্প্রতি রিও ফার্ডিনান্ডের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।

সাদিও মানে বলেন, একদিন রমজান মাসে হাঁটছিলাম। রাস্তার পাশে কয়েকজন মানুষ আমাকে ডেকে বলল, এখানে এসে আমাদের সঙ্গে খাবার গ্রহণ করুন (ইফতার)।’

আমি অবাক হয়ে বললাম, ‘আপনি তো আমাকে চেনেন না, তাহলে কেন খেতে ডাকছেন?’ তারা উত্তর দেয়, ‘না না, কোনো সমস্যা নেই।

এটা এখানে স্বাভাবিক, আপনি এলে খেতেই হবে।’ এই আতিথেয়তা আমাকে খুবই আনন্দ দিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ওই মানুষগুলো বাংলাদেশ থেকে এসেছিল। তারা আমাকে চিনতে পারছিল না। আমি মজা করে বললাম, ‘আপনারা সত্যিই আমাকে চেনেন না? তবুও ডাকছেন?’ তারা বলল, ‘সবাইকেই খাওয়ার জন্য ডাকি।’ এটাই মুসলিম সমাজের সৌন্দর্য, একসঙ্গে থাকা এবং ভাগ করে নেওয়া।