শনিবার (২২ নভেম্বর) চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পর মাত্র ৬ বলের মধ্যে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ।
৭৮ রান করে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম, লেগ বিফোরের ফাঁদে পড়ে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ রান করে নেইল জর্ডানের শিকারে পরিণত হন। শিবিরে ১৭৪ রানে তৃতীয় উইকেট পতন হয়।
দিনের শুরুতে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম ৩ ওভারে একটি করে বাউন্ডারি আসে; সাদমানের ব্যাট থেকে দুটি ও মুমিনুলের থেকে একটি। দুই ব্যাটারই আত্মবিশ্বাসী মনে হলেও দ্রুত উইকেট হারায় দল।
৫৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ২২২ রান। বর্তমানে লিড ৪৩১। অপরাজিত ব্যাটসম্যানরা হলেন মুমিনুল ৫০ ও শততম টেস্ট খেলা মুশফিক ২২ রানে।


