পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে জীবন নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাতে রাজাপুর ক্যালিকো কটন মিলের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পূর্ববিরোধের জেরে রাতের সময় জীবনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখমের পর পালিয়ে যায়।
স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত জীবন পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের সুজনের ছেলে।


