ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

কয়রায় সাড়ে ১৩ বিঘা জমির ধান কেটে নেওয়ার হুমকি

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১১:০৫ এএম
ধান কেটে নেওয়ার হুমকি। ছবি: রূপালী বাংলাদেশ

খুলনার কয়রা উপজেলার চটকাতলা মৌজায় সাড়ে ১৩ বিঘা জমির ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। নারানপুর গ্রামের মৃত জেহের গাজীর পুত্র মোঃ খালেক গাজী ১৩ নভেম্বর কয়রা থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ঘটনায় নারানপুর গ্রামের মৃত রহিম বকস গাজীর পুত্র মোঃ ফরিদ উদ্দিন গাজী, আব্দুল মাজেদ সরদারের পুত্র আব্দুস সবুর সরদার, মৃত সুরাত গাজীর পুত্র নেহাল উদ্দিন গাজী, মৃত রুহুল গাজীর পুত্র মোঃ ইদ্রিস গাজী, মৃত আরিফ গাজীর পুত্র আব্দুল ওহাব গাজী, মৃত জসিম গাজীর পুত্র মোঃ শাহজাহান গাজী, মৃত সোনা গাজীর পুত্র সিদ্দিক গাজী এবং মৃত বাকের আলী সরদারের পুত্র রুহুল আমিন সরদারের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, চটকাতলা মৌজার বিভিন্ন খতিয়ান ও দাগে খালেক গাজীর প্রায় সাড়ে ১৩ বিঘা জমি রয়েছে। এই জমি তিনি মায়ের কাছ থেকে পেয়েছে এবং প্রতিবছর সরকারের খাজনা প্রদান করে ধান উৎপাদন করে আসছেন।

খালেক গাজীর অভিযোগ, ফরিদ গাজী গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ তৈরি হয়েছে। তারা প্রায় সময় তার জমির ধান কেটে নেওয়ার চেষ্টা করছে।

অভিযোগে বলা হয়েছে, ১২ নভেম্বর সকাল ১০টার দিকে তারা তার জমির পাশে এসে ধান কেটে নেওয়ার হুমকি দিয়েছে এবং প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঠি-সোটা দিয়ে মারপিটের চেষ্টা করেছে।

এছাড়া চলতি মৌসুমে গ্রাম্য শালিশও হয়েছে। যেখানে অভিযোগকারীকে সমর্থন জানিয়ে সালিশে অন্যপক্ষকে জমিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ফরিদ গাজীর মোবাইল নম্বরে ফোন করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কয়রা থানার এসআই আশিক জানান, উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় ডাকা হয়েছে। সেখান থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।