ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পের পর বার্তা দিলেন তাসকিন-জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০১:৪৮ পিএম
তাসকিন আহমেদ ও জামাল ভূঁইয়া। ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ এবং কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।

হঠাৎ ঘটে যাওয়া এই ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

জাতীয় দলের বাইরে থাকা তাসকিন তার অফিসিয়াল ফেসবুকে লিখেছেন-এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী। আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তার ফেসবুক পেজে লিখেছেন-ভূমিকম্পে সবাই ঠিক আছে আশা করি।
তার পোস্টের নিচে অসংখ্য ভক্ত ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করেন।

ভূমিকম্পে থেমে যায় বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

ভূমিকম্পের প্রভাব পড়ে চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টেও। কম্পন টের পেতেই ড্রেসিংরুম থেকে সতর্ক সংকেত দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আম্পায়াররা খেলা বন্ধ করে দেন।

আতঙ্কে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স ড্রেসিংরুম থেকে বেরিয়ে খোলা মাঠের বাইরে অবস্থান নেন। তবে মাঠে থাকা বাংলাদেশের ১১ ফিল্ডার, দুই আইরিশ ব্যাটার ও দুই আম্পায়ার নিরাপদ মনে করে মাঠেই অবস্থান করেন-কারণ খোলা মাঠ তুলনামূলক নিরাপদ।

প্রায় ৩ মিনিট খেলা স্থগিত থাকার পর সকাল ১০টা ৪১ মিনিটে আবার খেলা শুরু হয়।