ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পে ঘোড়াশাল বিদ্যুৎ সাবস্টেশন কেন্দ্রে আগুন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১২:৫৭ পিএম
বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন। ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় ভয়াবহ ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি মুদিমালের দোকানসহ বাজারের সাজানো মালামাল পড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় দৌড়ে বের হওয়ার সময় ও মাথায় দোকানের মালামাল পড়ে প্রায় ২০ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের ফলে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পলাশ ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘোড়াশাল ও পলাশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ বিকল্প পথে বিদ্যুৎ সঞ্চালনের চেষ্টা করছে।

স্থানীয় বাজার পরিদর্শনে দেখা যায়, দোকানগুলোতে সাজানো মালামাল পড়ে গেছে।

জুতার দোকানী আলম মিয়া বলেন, ‘ভূমিকম্প শুরু হলে সব মালামাল পড়ে যায়। সাতে আসবাবপত্র ভেঙে গেছে। আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

মুদি দোকানদার আসলাম মিয়া বলেন, ‘প্রথমে মনে হয়েছিল কেউ হামলা করেছে। পরে বুঝেছি, এটি ভূমিকম্প। বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।’

ঘোড়াশাল ঈদগাহ রোডের মারকাসুল সুন্নাহ তাহফিজুল কুরআন সুন্নাহ মাদ্রাসার পরিচালক মুফতি সালা উদ্দিন আনসারী বলেন, ‘৬তলা ভবনের ৪-৫ জায়গায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েছে।’

ভবনের মালিক আমানউল্লাহ জানান, ‘ভূমিকম্পে ভবনের কয়েক জায়গায় ফাটল হয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে।’

নরসিংদী জেলা আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের এখানে রিখটার স্কেল নেই, তাই আমরা কম্পনের মাত্রা মাপতে পারি না।’