শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় নরসিংদী জেলায় প্রায় ১০ সেকেন্ড স্থায়ী ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে। ভূমিকম্পে নরসিংদী শহরের বিভিন্ন স্থানে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গাবতলী এলাকায় একটি ভবনের উপরের অংশ ধসে দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন। শহরের বানিয়াচল এলাকায় বিল্ডিং ধসের ফলে আসাদ নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
এছাড়া শেখরচর ও বাবুরহাটের কিছু দোকান ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আব্দুল মালেক নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশেষ করে পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। নরসিংদী বাজারসহ বিভিন্ন বাজারের দোকান ঘরের মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের সময় শত শত মানুষ আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। তবে বর্তমানে কোথাও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

