রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কাঁচা বাজারে শীতকালীন সবজি এসে বাজারকে সরগরম করেছে। গত সপ্তাহের তুলনায় দাম স্থিতিশীল থাকলেও, ক্রেতাদের কাছে এখনও অনেক সবজির দাম হাতের নাগালে নেই। অধিকাংশ সবজির দাম কেজিতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
শনিবার (২১ নভেম্বর) সকালে ধানমন্ডি রায়ের বাজার ও মোহাম্মদপুর টাউন হল মার্কেটে দেখা গেছে, দেশি টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি, আর পেঁয়াজের দাম ১১০ থেকে ১২০ টাকা। ফুলকপি ৫০-৬০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, করলা ৮০-৯০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা এবং লাউ ৫০-৬০ টাকা। শাকজাতীয় সবজিও প্রচুর, যেমন লালশাক ১০ টাকা আঁটি, পুঁইশাক ২০-৩০ টাকা, মুলাশাক ও ডাঁটাশাক ১০ টাকা।
শীতকালীন সবজি বাজারে আসার কারণে কিছু সবজির দাম কমেছে। রাজধানীর প্রতিটি বাজারে পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ৯০ থেকে ১০০ টাকা পাইকারি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
তারা বলছেন, বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও পাইকারি দাম কমছে না। আমাদের বেশি দামে কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
সকালে সবজি বিক্রেতা কামাল বলেন, সবজীর দাম কিছুটা কমেছে। এখনও ১০০ টাকার নিচে কম সবজি পাওয়া যায়। কেজি ৮০ থেকে ১০০ টাকা প্রতিটি সবজির দাম। ফুলকপি, বাঁধাকপি বাজারে আসার কারণে কিছুটা সবজির দাম কমেছে। বিভিন্ন শাকের দামও কম আছে। আগে ২০ থেকে ৩০ টাকা প্রতি আঁটি বিক্রি হলেও, এখন ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
বনানীর এক সবজি ক্রেতা আফজাল বলেন, শীতকালীন সব সবজি এখন সহজলভ্য, তবে নিম্ন আয়ের মানুষের জন্য দাম আরও কমে এলে ভালো হতো।


