ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

১৯ দিনে ২৪৫০০ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০২:৪৩ এএম

চলতি নভেম্বরের ১৯ দিনে প্রবাসীরা ২৪৫০০ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে আসছে ১০ কোটি ৫৬ লাখ ডলার। এ প্রবাহ বজায় থাকলে নভেম্বরে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের শুরু থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ২১৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ১৯ নভেম্বর ২০২৪) রেমিট্যান্স ছিল এক হাজার ৪৭ কোটি ডলার। ফলে অর্থবছর অনুযায়ী প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ দশমিক এক শতাংশে।

প্রসঙ্গত, গত বছর শুধু রমজানের ঈদকে কেন্দ্র করেই একবার রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার এসেছিল। রেমিট্যান্স বাড়ার পেছনে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো, বিভিন্ন প্রণোদনা, বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহ বাড়ানো এবং এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।