দীর্ঘ সময় ধরে ঢাকাই সিনেমায় একাই রাজত্ব করছেন ‘কিং খান’খ্যাত চিত্রনায়ক শাকিব খান। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে সিনেমা জীবনে নতুন এক অধ্যায় শুরু করেছেন এই অভিনেতা। সিনেমাটির মাধ্যমে হলবিমুখ দর্শককে পুনরায় হলমুখী করেন তিনি। এরপর ‘বরবাদ’, ‘তা-ব’, ‘তুফান’- এর মতো সিনেমা করেছেন। প্রতিটি সিনেমাই সাফল্যের মুখ দেখেছে। সবগুলো সিনেমাতেই নতুনভাবে নিজেকে পর্দায় তুলে ধরেছেন সুদর্শন এই নায়ক।
বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিংয়ে। সিনেমাটির দৃশ্য ধারণ প্রায় শেষের দিকে। ভারতের প্রথমসারির একটি গণমাধ্যম দাবি করছে, শাকিব খানের ‘সোলজার’ সিনেমার চিত্রনাট্য একেবারে শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে তৈরি হচ্ছে। মিল শুধু নায়কের সঙ্গে নয়, শাহরুখের সিনেমাতে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মতো দুই নায়িকা ছিলেন। তেমনি শাকিবের এই সিনেমাতেও রয়েছেন দুই নায়িকা তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। যে কারণে এই দাবি আরও জোরালে হচ্ছে।
তবে ভারতীয় গণমাধ্যমের এ দাবি একেবারে ভিত্তিহীন উল্লেখ করে দৈনিক রূপালী বাংলাদেশকে শাকিব খান বলেন, ‘আমি জানি না তারা কিসের ভিত্তিতে এমন দাবি করেছেন। তবে এতটুকু বলতে পারি ‘সোলজার’ একেবারে মৌলিক গল্পের সিনেমা। কোনো কপি সিনেমা না। এক কথায়, একদম নতুন।’
এরপর এই দাপুটে অভিনেতা বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিন থেকে এখন পর্যন্ত চেষ্টা করছি নিজেকে নতুন নতুন গল্প ও চরিত্রে উপস্থাপন করতে। সব ধরনের দর্শকদের টার্গেট করে কাজ করছি। আবারও বলছি, গুলশান টু গুলিস্তান আমার সিনেমার দর্শক। যে কারণে আমার কাঁধে অনেক দায়িত্ব।’
জানা গেছে, এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দেখা যাবে, যিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করবেন। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যেই চলছে শেষ মুহূর্তের কাজ।
এদিকে, বাংলা সিনেমার ‘নাম্বার ওয়ান’এই তারকা দীর্ঘ সময় পর সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। শীতে ত্বকের সুরক্ষায় দেশের জনপ্রিয় প্রসাধনী পণ্য মেরিল পেট্রোলিয়াম জেলির নতুন বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। জানা যায়, শিগগিরই এটি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে আসবে। এর আগেও শাকিব খানকে নিয়ে দুটি বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন এই নির্মাতা।
জানা যায়, আগামীতে নিয়মিত শাকিব খানকে বিভিন্ন কোম্পানির সঙ্গে কোলাবোরেশনে টিভিসি বা ফটোশুট অথবা প্রচারণায় দেখা যাবে। তারই ধারাবাহিকতায় নতুন বিজ্ঞাপন ও একটি শো রুম উদ্বোধন করেছেন তিনি।
অন্যদিকে, খুব শিগগিরই শাকিব খান নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিংয়ে অংশ নিবেন। এই সিনেমাতেও তার বিপরীতে রয়েছে দুই নায়িকা। সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। অন্য নায়িকা অচিরেই চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।

