ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আবার মা হচ্ছেন সোনম

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০২:৫৮ এএম

গত মে মাসে গুঞ্জন উঠেছিল দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন সোনম কাপুর। সেসময় মুখে তালা দিয়ে রাখলেও এবার বেবি বাম্প প্রকাশ্যে এনে ফের মা হওয়ার সংকেত দিলেন অভিনেত্রী। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অনিল কন্যা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেন সোনম। ছবিতে অভিনেত্রীকে গোলাপি রঙের স্কার্ট ও টপ পরিহিত অবস্থায় দেখা যায়। দুহাতে আগলে রেখেছেন নিজের স্ফীতোদর। ক্যাপশনে ছোট করে লিখেছেন, ‘মা’।

সোনমের এই খুশির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্বামী আনন্দ আহুজাও। স্ত্রীর ছবিতে খুনসুটি করে মন্তব্য করেছেন, ‘এবার দ্বিগুণ ঝামেলা।’ পরক্ষণেই আবার ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘তুমি একজন সুন্দরী মা।’

সোনম ও আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ুর বয়স এখন তিন বছর। প্রথম সন্তান জন্মের পর থেকেই নিজেকে অভিনয় জগত থেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন সোনম। সন্তানের দায়িত্ব ও মাতৃত্ব উপভোগ করতেই এই বিরতি।

সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার সিনেমা ‘ব্লাইন্ড’-এ দেখা গিয়েছিল তাকে। ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর দীর্ঘ ছয় বছর পর সেটিই ছিল তার কামব্যাক সিনেমা।

অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েও সব সময়ই মন খোলা সোনম। তাই দ্বিতীয়বার মাতৃত্বের এই সুখবর ভাগ করে নিয়ে আবারও নিজের ভক্তদের কাছে পৌঁছলেন তিনি।

অনিল কাপুরের বড় মেয়ে সোনম কাপুর প্রথমে চলচ্চিত্র জগতে পা রাখেন পর্দার পেছনে। সঞ্জয় লীলা বনসালির ‘ব্ল্যাক’ সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে শুরু করেন যাত্রা। এরপর ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক। একে একে ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘রঞ্ঝনা’, ‘সঞ্জু’, ‘ভাগ মিলখা ভাগ’-এর মতো বেশকিছু জনপ্রিয় সিনেমাতে অভিনয় করে বলিউডে নিজের পরিচয় গড়ে তুলেছেন তিনি।