ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

দিলীপ আগারওয়ালার সম্পদ অনুসন্ধানে দপ্তরগুলোতে দুদকের চিঠি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৮:৪৪ এএম
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালার। ছবি- সংগৃহীত

ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালার অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে তদন্ত ত্বরান্বিত করতে ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কাছে নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিষয়টি বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এ সংক্রান্ত নথি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযাচন পত্র পাঠিয়েছেন।

দুদক জানায়, আগারওয়ালার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং ৩৪টি ব্যাংক হিসাবে ৭৫৫ কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগে ইতোমধ্যেই মামলা হয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে তার স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব এবং ভূমি সংক্রান্ত নথির দালিলিক প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আগারওয়ালার বিরুদ্ধে শত কোটি টাকার আরও সন্দেহজনক লেনদেনের বিষয়েও অনুসন্ধান চলছে। এর আগে গত ৮ অক্টোবর দুদক তার বিরুদ্ধে ১১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে।

গত বছরের ৩ সেপ্টেম্বর র‍্যাব তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে সোপর্দ করলে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিভিন্ন হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। সবগুলো মামলায় ক্রমান্বয়ে জামিন পাওয়ার পর চলতি বছরের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।