ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

যুক্তরাজ্যে তীব্র তুষারঝড়ে বিপর্যয়: স্কুল বন্ধ, বিদ্যুৎ বিভ্রাট

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৯:৩১ এএম
রাতের তুষার ও বরফের ফলে শত শত বাড়ি এখনও বিদ্যুৎহীন। ছবি- সংগৃহীত

যুক্তরাজ্যজুড়ে তীব্র শীত ও ভারী তুষারঝড়ের কারণে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। দেশজুড়ে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটে বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, বুধবার রাত থেকে হঠাৎ কমতে থাকা তাপমাত্রার কারণে বৃহস্পতিবার দেশজুড়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আবহাওয়া দপ্তর একাধিক সতর্কতা জারি করেছে এবং কিছু এলাকায় “থান্ডারস্নো” আঘাত হানার সম্ভাবনা আছে।

বিবিসি সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব স্কটল্যান্ডে একশোরও বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও অন্যান্য স্কুল বন্ধ রয়েছে। বরফাচ্ছন্ন রাস্তা এবং বিদ্যুৎ সমস্যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে পারেনি।

ওয়েলসের পশ্চিমাঞ্চলে রাতের তুষার ও বরফের ফলে শত শত বাড়ি এখনও বিদ্যুৎহীন। উত্তর ইংল্যান্ডের কিছু অঞ্চলে কঠোর অ্যাম্বার ওয়ার্নিং জারি করা হয়েছে, বিশেষ করে উত্তর ইয়র্কশায়ারে, যেখানে যাতায়াত বাধাগ্রস্ত এবং বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বেশ কয়েকটি অঞ্চলে অ্যাম্বার কোল্ড-হেলথ অ্যালার্ট জারি করেছে, যা ঝুঁকিপূর্ণ মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করার সতর্কতা প্রদান করছে। এছাড়া আরও তিনটি নতুন ইয়েলো ওয়ার্নিং শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত রাতটি ছিল চলতি মৌসুমে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সবচেয়ে শীতল রাত। অক্সফোর্ডশায়ারের বেনসনে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে, ফলে বিস্তীর্ণ এলাকায় তীব্র শীত ও ঘন কুয়াশা দেখা গেছে।