নেপালে নতুন করে ছড়িয়ে পড়ছে জেন-জি সংঘাত। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দল সিপিএন-ইউএমএলের কর্মীরা দেশটির বারা বিভাগে সমাবেশের আয়োজন করে। একই দিন সমাবেশের ডাক দেয় জেন-জি বিক্ষোভকারীরা। উভয় পক্ষের সমাবেশ কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, যা পরবর্তীতে রূপ নেয় সংঘর্ষে। এতে করে দেশটির বারা বিভাগে কারফিউ জারি করা হয়েছে।
গত ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালে ব্যাপক বিক্ষোভ হয়। কেপি শর্মা অলির সরকার সব সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর রাজপথে নেমে আসে জেন-জি বিক্ষোভকারীরা। এতে মাত্র দুইদিনের ব্যবধানে সরকারের পতন হয়ে যায়। তবে এর মধ্যেই প্রাণ হারান ৭৬ জন।
এরপর দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নিয়েই আগামী বছরের মার্চে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন তিনি।
এদিকে সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছেন নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে। সংঘর্ষ ও উত্তেজনার পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি ‘অপ্রত্যাশিত রাজনৈতিক উসকানি’ থেকে দূরে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখার অনুরোধ জানিয়েছেন।



