ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ঢাকা ক্যাপিটালসের নতুন মেন্টর শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৫:৫৭ পিএম
শোয়েব আখতার। ছবি- সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি শোয়েব আখতার এবার বাংলাদেশের প্রিমিয়ার লিগে (বিপিএল) মেন্টরের দায়িত্বে দেখা যাবে। ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেছে।

ফ্র্যাঞ্চাইজিটির ইতোমধ্যেই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। গতবারের বিপিএল ক্যাম্পেইনে তারা সাঈদ আজমলকে দলে যুক্ত করেছিল।

এবার তারা আরও এক ধাপ এগিয়ে গিয়ে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতারের মতো ক্রিকেটারকে মেন্টর হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে।

শোয়েব আখতারের জন্য এটি তার অবসরোত্তর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। খেলোয়াড়জীবনের পর পাকিস্তানের স্পোর্টস মিডিয়ায় নিয়মিত উপস্থিত থাকলেও তিনি খুব কমই মেন্টর বা কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার প্রকাশ্য মতামত ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্রিকেট নিয়ে তার তীক্ষ্ণ বিশ্লেষণ তাকে পাকিস্তান ও আন্তর্জাতিক ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। তবে তিনি আগে মাত্র একবার, ২০১৭ সালে লাহোর ক্যালান্ডার্সের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, ঢাকা ক্যাপিটালস তাদের দলে অভিজ্ঞতা, উদ্যম ও জেতার মানসিকতা যোগ করতে চায়। সেই ধারা অনুযায়ী মেন্টর হিসেবে শোয়েবকে যুক্ত করেছেন।

এদিকে, আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে তিনবারের সাবেক চ্যাম্পিয়ন ঢাকা শোয়েব আখতারের অভিজ্ঞতাকে কাজে লাগানোর অপেক্ষায় রয়েছে।