ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মিরপুরে রানের পাহাড় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে দারুণ খেলেছে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৪১.১ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭৬ রানে থামে বাংলাদেশর প্রথম ইনিংস।

এই ম্যাচে মাইলফলক স্পর্শ করেছেন দেশসেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে মুশফিক ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ১১ জন ব্যাটার এই কীর্তি স্পর্শ করেছেন, আর বাংলাদেশি হিসেবে তিনিই প্রথম। এছাড়া তিনি ৮৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন।

ঐতিহাসিক ম্যাচে মুশফিকের সাথে লিটন দাসও নজরকাড়া সেঞ্চুরি করেছেন। নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি লিটন অর্জন করেছেন এই ম্যাচে।

বাংলাদেশের ইনিংস শুরু হয়েছিল দারুণভাবে। ওপেনিংয়ে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ৫২ রানের জুটি গড়ে, এরপর মমিনুল হক মুশফিকের সাথে চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন। লিটন দাস ক্রিজে এসে মুশফিককে যোগ্য সঙ্গ দেন এবং ম্যাচের রঙিন মুহূর্তে নিজের সেঞ্চুরি হাঁকান।

মুশফিক ১০৬ রানে আউট হলেও লিটনের ইনিংস থামে ১২৮ রানে। শেষ পর্যন্ত ৪৭৬ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস।