ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ব্যাট হাতে ইতিহাস গড়লেন শাই হোপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০১:৫৯ পিএম
শাই হোপ। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান শাই হোপ আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ে দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে অনুষ্ঠিত ম্যাচে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলার পর হোপ এখন বিশ্বের সব ১১টি টেস্ট-খেলার দেশকে শতক করে চমক দেখালেন।

শাই হোপ শুধু টেস্ট খেলোয়াড়দের নয়, ডানডোলি আন্তর্জাতিক ক্রিকেটে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষেও শতক করেছেন। এর মাধ্যমে তিনি ১৩টি ভিন্ন দলের বিপক্ষে শতক করার বিশ্বরেকর্ডের স্বত্বাধিকারী হয়ে উঠেছেন।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মহেলা জয়াবর্ধনে ও ক্রিস গেইল, যাদের নাম ১২টি দলের বিপক্ষে শতক করার তালিকায় ছিল।

রেকর্ডের পরিসংখ্যান

১২: হোপের শতক সংখ্যার রেকর্ড ডানডোলি আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটে, যা কোনো অন্য ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় ছাড়াও মাত্র কয়েকজনেই পৌঁছেছেন। শচিন টেন্ডুলকর, রিকি পন্টিং, ক্রিস গেইল, হাসিম আমলা ওমার্টিন গাপটিল, এরা সবাই ১১টি দলের বিপক্ষে শতক হাঁকিয়েছেন।

১০: নিউজিল্যান্ড হলো হোপের ১০ম দেশ, যেখানে তিনি ওডিআই শতক করেছেন। ১২টি দেশে শতক করার রেকর্ড রেখেছেন টেন্ডুলকর ও সানাথ জয়াসুরিয়া।

১৪২ ইনিংস: হোপ মাত্র ১৪২ ইনিংসে ওডিআইতে ৬০০০ রান পূর্ণ করেছেন। এটি ওয়েস্ট ইন্ডিজের জন্য দ্বিতীয় দ্রুততম রেকর্ড। ভিভ রিচার্ডস প্রথমে ১৪১ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন।

১৯ শতক: ওডিআইতে হোপের ১৯টি শতক আছে, যা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, ব্রায়ান লারার সঙ্গে সমান। ক্রিস গেইলের ২৫টি শতকই একমাত্র এগিয়ে।

৬ শতক অধিনায়ক হিসেবে: হোপ অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে ওডিআইতে ছয়টি শতক করেছেন। এটি বিশ্বের সর্বোচ্চ উইকেটকিপার-অধিনায়কের রেকর্ড, মি. ধোনির সঙ্গে সমান।

হোপের এই ইনিংসটি আরও বিশেষ হয়ে উঠেছে কারণ দলের অন্য কোনো ব্যাটসম্যান ৩০ রানের বেশি স্কোর করতে পারেননি। এর আগেও ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিক দুই ম্যাচে হোপ একই কীর্তি করেছিলেন।

মাত্র তিনজন খেলোয়াড় — সাঈদ আনোয়ার, হাসিম আমলা ও হোপ — ওডিআইতে তিনবার এমন ইনিংস খেলেছেন।