শততম টেস্টে মুশফিকের গোল্ডেন সেঞ্চুরির পর এবার শতকের দেখা পেলেন লিটন দাস।
সর্বশেষ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই ম্যাজিক ফিগার পাননি লিটন। সেই খরা কাটালেন ১৪ মাস পর। টেস্টের পঞ্চম সেঞ্চুরি পাওয়ার পথে ১৬০ বলের ইনিংসে তিনি ৭টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন।
এই মুহূর্তে লিটনের সঙ্গে ক্রিজে ৩০ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের জুটিতে এখন পর্যন্ত ৭৭ রান এসেছে। লিটন অপরাজিত আছেন ১০৩ রানে। এর আগে মুশফিকের সঙ্গে তিনি ১০৮ রানের জুটি গড়েন। মুশফিক বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ১৩তম সেঞ্চুরি করে ১০৬ রানে ফেরেন ম্যাথু হাম্প্রিসের বলে।
এর আগে, দ্বিতীয় দিনের ভোরে মিরপুর যেন এক নতুন মঞ্চ। ঘাসে শিশির, গ্যালারিতে ক্রমে জমে ওঠা দর্শক, আর ড্রেসিংরুম থেকে ব্যাট হাতে বেরিয়ে এলেন মুশফিক—ঐতিহাসিক দিনের সবচেয়ে প্রত্যাশিত চরিত্র। কোনো বাড়তি তাড়াহুড়া নেই, কোনো উত্তেজিত প্রতিক্রিয়াও নয়—শুধু সেই চিরচেনা শান্ত মনোযোগ।
প্রথম কয়েকটি বল দেখে নেওয়ার পর, শুরু হলো অপেক্ষার শেষ অধ্যায়। বল পড়ল, হালকা পুশ…তখনই মিরপুর যেন দম বন্ধ করে তাকিয়ে এবং—একটি সিঙ্গেল! সেই এক রানেই খুলে গেল ইতিহাসের দরজা। ১৯৫ বলে তুলে নিলেন শততম টেস্টে গোল্ডেন সেঞ্চুরি।
মিরপুর আচমকা বিস্ফোরিত হলো উচ্ছ্বাসে, আর মুশফিক দাঁড়িয়ে রইলেন নতুন এক মঞ্চের কেন্দ্রে— শততম টেস্টে শতক, যা বিশ্ব ক্রিকেটে মাত্র কয়েকজন বেছে নিতে পেরেছেন। এটি শুধু একটি সেঞ্চুরি নয়; এটি একজন ক্রিকেটারের দুই দশকের অধ্যবসায়, পরিশ্রম, ব্যথা–বেদনা আর প্রতিশ্রুতির চূড়ান্ত স্বাক্ষর।
মুশফিক বাংলাদেশের হয়ে—
১/ প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেললেন
২/ সেই ম্যাচেই সেঞ্চুরি করে যুক্ত হলেন বিশ্ব ক্রিকেটের এলিট তালিকায়
৩/ দেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির মালিক
৪/ উইকেটের পেছনে সবচেয়ে বেশি ডিসমিসাল
লর্ডসে কিশোর বয়সে অভিষেক করা ছেলেটি, যে সমালোচনার পাহাড় পেরিয়ে বারবার নিজের দৃঢ়তায় ফিরে এসেছে, যে দলের সবচেয়ে কঠিন মুহূর্তেও ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়িয়েছে—সেই মুশফিকের এই সেঞ্চুরি দেশের জন্য হয়ে দাঁড়াল এক উজ্জ্বল সকালের প্রতীক।
ক্রিজে মাথা উঁচু করে দাঁড়ানো মুশফিকের দিকে তাকিয়ে মনে হচ্ছিল—একজন খেলোয়াড় কখনো শুধু রানের জন্য খেলেন না; কখনো কখনো তিনি একটি দেশের বিশ্বাস হয়ে ওঠেন।


