ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

শততম টেস্টে মুশফিকের ফিফটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:৪৯ পিএম
মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ব্যক্তিগত শততম টেস্ট খেলতে নেমে ব্যাট হাতে ফিফটির দেখা পেলেন মুশফিকুর রহিম।

আজ বুধবার (১৯ নভেম্বর) তিনি খেলতে নামলেন তার ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো ক্রিকেটার সেঞ্চুরি টেস্ট—যা নিঃসন্দেহে দেশের টেস্ট ইতিহাসের এক বড় অর্জন।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাট হাতে ওপেনিংয়ে আসে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক।

দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ, দলীয় ৫২ রানের মাথায় প্রথম উইকেট হারায় টাইগাররা। ৪৪ বলে ৩৫ রান করে বিদায় নেন সাদমান।

ক্রিজে নামেন মুমিনুল, কিন্তু তাকে নিয়ে দলীয় ৮৩ রানে বিদায় নেন ৮৬ বলে ৩৪ রান করা জয়। অধিনায়ক শান্তও থিতু হতে পারেননি; ১১ বলে ৮ রান করে তিনি সাজঘরে ফিরেন, দলীয় রান তিন অঙ্কে পৌঁছানোর আগে।

স্কোরবোর্ডে বাংলাদেশের রান যখন ৯৫ তখন সাজঘরে বাংলাদেশের ৩ ব্যাটার। পরপর উইকেট হারিযে দল যখন চাপে তখনি ব্যাট হাতে মাঠে আসেন মুশফিকুর রহিম।

মাঠে নেমে আরেক ব্যাটার মুমিনুলকে নিয়ে গড়ে তুলেন দারুণ জুটি। ব্যাট হাতে দুজনেই পেয়ে যান অর্ধশত রান। দুজনের ব্যাটে যখন রানের চাকা বাড়ানোর চেষ্টা, তখনি উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ২০২ রানের মাথায় ১২৮ বলে ব্যাক্তিগত ৬৩ রান করে আউট হন মুমিনুল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৫ ওভার শেষে ২১০ রান। ৮ বলে ৭ রানে খেলছে লিটন দাস এবং ১১৫ বলে ৫৮ রানে ব্যাট করছে শততম ম্যাচ খেলা মুশফিকুর রহিম। এটা মুশফিকের ক্যারিয়ারের ২৮তম ফিফটি।

বল হাতে আয়ারল্যান্ডের হয়ে ৪টি উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন।