ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১১

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৩:১৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো— গোলাম মোস্তফা (৪৮), ইমরান (৩৫), জাকির মল্লিক (৩২), মিরাজ (২৮), সাঈদ (২৮), তাজু (২৭), রুবেল (২৫), শরিফুল (২৫), বাদশা (২৪), সুমিত (২৩) ও কাউসার হাসান (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে বিস্ফোরক আইন, চাঁদাবাজি, মাদক, পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।  

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।