ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

দেশের সব মোবাইল বিক্রির দোকান বন্ধের ঘোষণা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৩:২৪ পিএম
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজনেস কমিউনিটি বাংলাদেশ এ ঘোষণা দেয়। ছবি- সংগৃহীত

সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির নেতারা জানান, সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মোবাইল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকে ‘গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার’ প্রতিবাদে দেশজুড়ে দোকান বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে বক্তারা সতর্ক করে বলেন, আজকের মধ্যে পিয়াসকে মুক্তি না দিলে আমরা সারা দেশে কঠোর আন্দোলনে নামব। প্রয়োজনে দেশ অচল করে দেব।

মঙ্গলবার গভীর রাতে মিরপুর-১ এলাকার বাসা থেকে পিয়াসকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ সময় তার মোবাইল ফোনটিও জব্দ করা হয় বলে জানান স্ত্রী সুমাইয়া চৌধুরী।

তিনি বলেন, রাত ৩টার দিকে ডিবির পরিচয়ে কয়েকজন বাসায় আসে এবং কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পিয়াসকে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় মোবাইল ফোন ব্যবসায়ী মহলে তীব্র উত্তেজনা বিরাজ করছে।