ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিজয় দিবস উদযাপনে নাশকতার কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১২:১৯ পিএম
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- সংগৃহীত

বিজয় দিবস-২০২৫ উদযাপনকে ঘিরে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মামলার রায়ের পরও বা বিজয় দিবস উদযাপনে কোনো অস্থিরতার আশঙ্কা নেই এবং এবারের কর্মসূচি আগের চেয়ে আরও বেশি হবে। তবে, গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।

একই অনুষ্ঠানে, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার বিষয়ে প্রশ্নে তিনি জানান, বিষয়টি তার জানা ছিল না এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।