ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

কোথাও নেই লকডাউন, পরিস্থিতি স্বাভাবিক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১০:২২ এএম
রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ধার্য করা হবে আজ। এ দিনটিকে উপলক্ষ করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। লকডাউন ঘোষণা করলেও ভোর ৬টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই রাজধানীতে বাড়ছে পরিবহনের চাপ। কর্মমুখী মানুষ ছুটতে শুরু করেছে নিজের কর্মস্থলে।

রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন পরিবহনে। সন্দেহজনক যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজধানীর ফার্মগেটে দায়িত্বরত পুলিশ অফিসার বলেন, আমাদের টিম ভোর ৫টা থেকে ফার্মগেট এলাকায় অবস্থান করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক দেখছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রকার সংঘর্ষ, অগ্নিকাণ্ড বা মিছিলের সংবাদ আসেনি। পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে দায়িত্বরত পুলিশ সদস্য বলেন, আমরা সন্দেহভাজন পরিবহনগুলো চেক করছি। নাশকতার কোনো সরঞ্জাম আছে কি না সে বিষয়ে সতর্কতা অবলম্বনে চেক করা হচ্ছে। এ ছাড়া এখন পর্যন্ত কোনো প্রকার সংঘর্ষ বা মিছিলের সংবাদ পাইনি।

উল্লেখ্য, গত দুই দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক গণপরিবহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে যান চলাচলে সাময়িক প্রভাব পড়লেও আজ এ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।