আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি, সুষ্ঠু ভোট আয়োজন এবং নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখার বিষয়েই মূলত আলোচনা হবে বলে জানিয়েছে ইসি।
ইসি জানায়, প্রতিটি সেশনে ৬টি করে রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেবেন। সকালে এবং বিকেলে দুটি সেশনে মোট ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সকালের সেশনে অংশ নেবে : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বিকেলের সেশনে অংশ নেবে : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনি আচরণবিধি, ভোটের পরিবেশ, আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভূমিকা এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়াই সংলাপের মূল লক্ষ্য।
এর আগে ইসি শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছে। সবশেষ ধাপে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আলাদা করে আলোচনায় বসবে কমিশন।
গত মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণপত্র পাঠানো হয়। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এসব সংলাপের সার-সংক্ষেপ প্রতিবেদন আকারে সংরক্ষণ করা হবে, যা পরবর্তী নির্বাচনি নীতিমালা প্রণয়নে কাজে লাগবে।


