বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দেশের বিমা খাতে দীর্ঘদিনের কাঠামোগত সীমাবদ্ধতা দূর করে আধুনিক, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে ‘বিমা করপোরেশন আইন-২০১৯’ এর দুটি ধারা সংশোধনী প্রস্তাব করেছে। এই দুটি ধারার প্রস্তাবিত পরিবর্তনগুলো নীতিধারীদের, শেয়ারহোল্ডারদের এবং পুরো বিমা খাতের স্বার্থে করা হয়েছে বলে জানিয়েছে আইডিআরএ। সংস্থাটি বলছে, প্রস্তাবিত খসড়াতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাধারণ বিমা করপোরেশনে (এসবিসি) ৫০ শতাংশ পুনর্বীমা বাধ্যতামূলক করার ধারা শিথিল করা। আগে নন-লাইফ বিমা কোম্পানিগুলোকে সরকারি সম্পদের বিমা বাধ্যতামূলকভাবে এসবিসিতে দিতে হতো। কিন্তু নতুন প্রস্তাবে সেই বাধ্যবাধকতা তুলে দেওয়া হচ্ছে। ফলে বেসরকারি বিমা কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগের দ্বার খুলবে। এই সংশোধনী প্রস্তাব নিয়ে আইডিআরএ ও সাধারণ বিমা করপোরেশন (এসবিসি) উভয় প্রতিষ্ঠানই বিমা খাতের সামগ্রিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে একযোগে কাজ করছে বলে জানা গেছে।
জানা যায়, ‘বিমা করপোরেশন আইন-২০১৯’ আইনটি সংশোধনের প্রস্তাব করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এরমধ্যে ধারা ১৬ এবং ১৭ সংশোধনের প্রস্তাব করেছে বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির চেয়ারম্যান ড. এম আসলাম আলম স্বাক্ষরিত দুটি ধারার খসড়াটি ইতিমধ্যে কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ জনগণকে ২০২৫ সালের ১৭ নভেম্বরের মধ্যে মতামত পাঠাতে অনুরোধ করা হয়েছে। নতুন সংশোধনীতে আর্থিক সীমা বৃদ্ধি, প্রশাসনিক কাঠামো সংস্কার, জবাবদিহিতা বৃদ্ধি এবং পুনঃবিমা বাধ্যতামূলক ধারা (ধারা ১৭) বিলোপের প্রস্তাব করা হয়েছে। খসড়ার ১৬ ধারায় সরকারি সম্পত্তির সংজ্ঞা আরও পরিষ্কার করার প্রস্তাব আনা হয়েছে। বর্তমান আইনে সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক চালু করা নতুন কোনো বিমা পরিকল্পনা বাধ্যতামূলকভাবে সাধারণ বিমা করপোরেশনের মাধ্যমে করতে হয়। তবে আন্তর্জাতিক দাতা সংস্থার শর্ত পূরণের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা বাধা হিসেবে কাজ করছে। আইডিআরএর মতে, অনেক সময় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো প্রকল্প অর্থায়নের পূর্বশর্ত হিসেবে চায়Ñ প্রকল্পের বিমা এমন কোনো কোম্পানির মাধ্যমে করতে হবে যার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রেডিট রেটিং রয়েছে। সাধারণ বিমা করপোরেশনের সেই মানের ক্রেডিট রেটিং না থাকায় অনেক প্রকল্পে অর্থায়ন ব্যাহত হচ্ছে।
এই প্রেক্ষাপটে ধারাটিতে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে, যাতে আন্তর্জাতিক দাতাদের শর্ত পূরণ করে অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়ন সহজ হয়।
বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে অর্থায়নকারী সংস্থাগুলো প্রায়ই শর্ত দেয় যে, বিমা করতে হবে এমন কোম্পানির সঙ্গে যার আন্তর্জাতিক মানের ক্রেডিট রেটিং রয়েছে। কিন্তু সাধারণ বিমা করপোরেশনের প্রায়ই সেই মানের রেটিং না থাকায় অর্থায়ন বিলম্বিত হয় এবং প্রকল্প বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়ে। এই সমস্যার সমাধানে প্রস্তাবিত খসড়ায় নতুন ধারা সংযোজনের প্রস্তাব করা হয়েছে, যাতে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মান বজায় রেখে দেশীয় বিমা কোম্পানিগুলোও বড় প্রকল্পে অংশগ্রহণের সুযোগ পায়। এটি বিমা বাজারে প্রতিযোগিতা ও বৈচিত্র্য বাড়াবে। আইডিআরএর পরামর্শক সাইফুন্নাহার সুমি এই প্রসঙ্গে বলেন, ‘বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমা খাতের কাঠামোগত সংস্কার সময়ের দাবি। এই প্রস্তাবের মাধ্যমে সরকারি ও বেসরকারি বিমা কোম্পানির মধ্যে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত হবে। এতে যেমন সেবার মান বাড়বে, তেমনি নীতিধারীরা আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা পাবেন।’

