ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

মধ্যরাতে মোহাম্মদপুরে গ্যারেজে আগুন, পুড়ল মাইক্রোবাস-পিকআপ

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:৫৯ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার ইউল্যাব ইউনিভার্সিটির পাশের একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটেছে। এতে তিনটি মাইক্রোবাস ও একটি পিকআপ আগুনে পুড়ে গেছে।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয়রা জানান, আগুন লাগার কিছুক্ষণ পর বিকট শব্দ হয়। মনে হচ্ছিল সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে। আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। এখন পর্যন্ত তিনটি মাইক্রোবাস ও একটি পিকআপ পুড়ে গেছে বলে জেনেছি।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আগুনে কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।