ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৮:৪৮ এএম
শাপলা চত্বর। ছবি- সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

শনিবার (৮ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপির কর্মসূচি

বিকেল ৩টায় ফার্মগেট কৃষিবিদ ইনিস্টিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলে ‘The Role of Political Parties in Developing a People- oriented and Technology-driven Election’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট হলে ছাত্রদলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
সালাহউদ্দিন আহমদ।

এনসিপির কর্মসূচি

হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টায় শুরু হওয়া সেমিনারে অংশ নেবেন এনসিপির সদস্যসচিব মো. আখতার হোসেন।

প্রেস সচিবের কর্মসূচি

হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টায় শুরু হওয়া সেমিনারে অংশ নেবেন প্রেস সচিব মো.  শফিকুল আলম।