ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

তানিশার স্বপ্ন পূরণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:৫৬ এএম

ঢাকাই সিনেমার নতুন মুখ নুসরাত তানিশা। ছোটবেলা থেকেই স্বপ্ন বুনেন আলো ঝলমলে শোবিজে কাজ করবেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে তার স্বপ্নও বড় হতে থাকে। তানিশার সেই কাক্সিক্ষত স্বপ্ন এরই মধ্যে পূরণ হয়েছে। প্রথমবারের মতো সিনেমায় নাম লেখান তিনি। নাম ‘এত কাছে তবু দূরে’। এতে নুসরাতের বিপরীতে আছে আরেক নতুন মুখ শেখ রিফাত। নতুন এই জুটিকে নিয়ে রোমান্টিক ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন চলচ্চিত্র পরিচালক কাসেম ম-ল।

সম্প্রতি ঢাকার অদূরে গাজীপুর, তিনশ ফিটসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে। নতুন বছরের শুরুর দিকে তানিশা অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। এই সিনেমার মাধ্যমেই তার বড় পর্দায় অভিষেক হবে।

ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে নুসরাত তানিশা রূপালী বাংলাদেশকে বলেন, ‘ছোটবেলা থেকেই আমি সিনেমাপ্রেমী। সে সময়ের সিনেমাগুলো কখনো মিস করতাম না। সিনেমা দেখতে দেখতে নায়িকা হওয়ার বাসনা তৈরি হয়। এখনো প্রচুর সিনেমা দেখি। এতদিন শৈশবের সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই স্বপ্ন ধরা দিয়েছে। প্রথমবার সিনেমায় কাজ করেছি।’

যোগ করে তিনি আরও বলেন, ‘রোমান্টিক ঘরানার সিনেমাটিতে চেষ্টা করেছি চরিত্রের সঙ্গে মিশে যেতে। নবীন হিসেবে আমার চেষ্টার কমতি ছিল না। পরিচালক কাসেম ভাইকে ধন্যবাদ আমার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’

কুষ্টিয়ায় জন্ম নেওয়া নুসরাত তানিশা বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পড়শোনা করছেন। পড়শোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে চান তিনি। নিজেকে মেলে ধরতে চান শোবিজের সব শাখায়। একটি নির্দিষ্ট গ-িতে নিজেকে আটকে না রেখে চরিত্রাভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরলশ পরিশ্রম করছেন তিনি।

একে ফিল্ম প্রযোজিত ‘এত কাছে তবু দূরে’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আহমেদ, হারুণ রশিদ বান্টি, রকি খান, রেবেকা রউফ, সরল হাসমত প্রমুখ।