প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম ও অ্যাওয়ার্ডস ২০২৫’।
দেশে প্রজেক্ট নেতৃত্ব ও বাস্তবায়নে উৎকর্ষ উদ্যাপনের ক্ষেত্রে এটিকে অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।
‘Agility, Innovation, Transformation: Shaping the Future of Project Management’ বা ‘দক্ষতা, উদ্ভাবন, রূপান্তর: প্রজেক্ট ম্যানেজমেন্টের ভবিষ্যৎ গঠন’ শিরোনামে আয়োজিত এ সিম্পোজিয়ামে সরকারি, বেসরকারি, শিক্ষা ও উন্নয়ন খাতের ৪০০-র বেশি পেশাজীবী অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এ. টি. এম. ইকবাল চৌধুরী, পিএমপি। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন রমো রউফ চৌধুরী, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, র্যানকন হোল্ডিংস লিমিটেড এবং চেয়ারম্যান, ব্যাংক এশিয়া পিএলসি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫ পর্ব, যার উদ্বোধন করেন এফআইসিসিআই (Foreign Investors’ Chamber of Commerce & Industry)-এর নির্বাহী পরিচালক টি. আই. এম. নুরুল কবির। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজমেন্টের অসাধারণ দক্ষতা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এ পর্বে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাইম ব্যাংক, বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ, এডিসন রিয়েল এস্টেট লিমিটেড, ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড এবং ব্যাংক এশিয়া পিএলসি।
সিম্পোজিয়াম ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি একটি উন্মুক্ত জ্ঞান বিনিময় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল রূপান্তর, টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনী প্রজেক্ট ব্যবস্থাপনা কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক প্রজেক্ট কমিউনিটির মধ্যে সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়।

