ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা দ্বন্দ্বে রাশিয়া বলল ‘আমরা প্রস্তুত’

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৪:০৮ এএম

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে ভেনেজুয়েলা। আর মিত্র দেশ হিসেবে সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে মস্কো।

জানা গেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি রাশিয়াকে তাদের সুখোই যুদ্ধবিমান সংস্কার, রাডার ব্যবস্থা আধুনিকায়ন এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান।

এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, ভেনেজুয়েলাকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত। 

তবে একই সঙ্গে তিনি ক্যারিবিয়ান অঞ্চলে কোনো ধরনের উত্তেজনা বা উসকানি না দিতে সতর্ক করেন যুক্তরাষ্ট্রকে।

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। দেশটি তাদের বৃহত্তম বিমানবাহী রণতরীও সেখানে মোতায়েন করেছে। এতে আশঙ্কা করা হচ্ছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। এমন প্রেক্ষাপটেই মস্কোর সহায়তা চাইলেন প্রেসিডেন্ট মাদুরো।

সূত্র: রয়টার্স