ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

রাজধানীতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৩:৪১ পিএম
ছবি- প্রতীকী।

রাজধানীর কালশিতে সড়ক দুর্ঘটনায় সৈয়দ হেলাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে পল্লবী-কালশি রোডে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা হেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহত হেলাল হোসেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মৃত মোখলেছুর রহমানের ছেলে। বর্তমানে মহাখালীর কড়াইল আদর্শনগর এলাকায় স্ত্রী ও তিন সন্তানাকে নিয়ে ভাড়া থাকতেন।  

নিহতের জামাতা রায়হান মিয়া বলেন, সকালে কড়াইলের বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন সৈয়দ হেলাল হোসেন। দুপুর সাড়ে ১২টার দিকে কালশি এলাকায় রাস্তা পারাপারের সময় কোনো একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোন গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছেন, তা জানা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।