ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আ.লীগের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ১০:২৫ এএম
বিক্ষোভ মিছিল করেছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা। ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় বিক্ষোভ মিছিলটি সিদ্ধিরগঞ্জপুল থেকে শুরু করে শিমরাইল হয়ে ডাচ্ বাংলা মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

আগামীকাল সারা দেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নির্দেশে বিক্ষোভ মিছিলে অংশ নেন মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম। 

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী রাজনৈতিক সক্ষমতা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির জন্য থামিয়ে রাখা বাস গুলিতে আগুন ধরিয়ে লকডাউন পালন করছে। আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী দল। এদের কোনো জাত গোত্র নেই। তারা শুধু পাওয়ারের জন্য ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় এসে এই দেশের সম্পদ পার্শবর্তী দেশ ভারতের কাছে দিতে চায় এটাই হচ্ছে তাদের এজণ্ডা।

এ সময় উপস্থিত ছিলেন, নাসিক ৫ নং ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি শাহজালাল কালু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওসমান গনি, যুবদল নেতা শেখ জামাল, ৭ নং ওয়ার্ডের যুবদল নেতা মো. সোহেল, মো. আলম, মো. হাছান, নাসিক ১ নং ওয়ার্ডের যুবদল নেতা সাইফুল ইসলাম ভুট্টা, মো. মিলন, সোহাগ, ডালিম, মো. শফিউল্লাহ, নাসিক ২ নং ওয়ার্ডের যুবদলে নেতা মো. বাপ্পি, মো. ফারুকসহ  থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ছিলেন।