নাটোরের নলডাঙ্গা উপজেলার আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তির নাম পিন্টু প্রামানিক (২৬)। তিনি উপজেলার ব্রহ্মপুর পশ্চিমপাড়া কাশিয়াবাড়ি পশ্চিম ও বর্তমান জগদীসপুর বাড়িয়াহাটি গ্রামের মৃত পিয়াস প্রামানিকের ছেলে।
নাটোর ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদে ভিত্তিতে ডিবির একটি টিম আমতলী বাজারের সৈয়দ আলীর পানের দোকানের পূর্ব পাশের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে পিন্টু প্রামানিককে হাতেনাতে ৭০ পিস ইয়াবাসহ আটক করে।
এ ঘটনায় নলডাঙ্গা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘১২ নভেম্বর সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ আসামিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তাকে আইনি প্রক্রিয়া শেষে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।’


