এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বড় চাচা কবির হোসেন বুধবার (১৯ নভেম্বর) সকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বিকেলে খুলনার শিববাড়ি জমিদার বাড়ি বাদ আসর তার জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন হবে। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
পপি বলেন, আমার চাচার জন্য সবাই দোয়া করবেন। সেইসঙ্গে বলতে চাই তার থেকে একটা জমি কিনেছিলাম। কিন্তু সেই জমি আজও ভোগ করতে পারিনি তার স্ত্রী ও মেয়ে জামাইয়ের কারণে। তারা বিভিন্নভাবে আমাকে হেনস্তা করছেন। আমি খুলনা যাচ্ছি জমির ব্যাপারে।
বলা দরকার, দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ পপির। এ নিয়ে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি এখন আদালতের বারান্দায়। কিছুদিন আগে ওমরাহ হজে গিয়েছিলেন পপি। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।


