ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বাসায় ফিরলেন হাসান মাসুদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৯:২৭ পিএম
অভিনেতা হাসান মাসুদ। ছবি - সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৭ অক্টোবর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। দীর্ঘ ২০ দিন চিকিৎসা শেষে গত শনিবার (১৫ নভেম্বর) বাসায় ফিরেছেন এই অভিনেতা। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশ-কে নিশ্চিত করেছেন হাসান মাসুদ নিজেই।

সোমবার (১৭ নভেম্বর) রাতে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। শারীরিক অবস্থার উন্নতি হওয়াতে গত শনিবার বাসায় ফিরেছি। এখন চলাচল করতে অসুবিধা হচ্ছে না। আগামীকাল ছেলের চাকরির পরীক্ষা আছে, সবাই দোয়া করবেন।’

একসময় একের পর এক দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে হাসান মাসুদকে। কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে বেশ কয়েক বছর ধরে হঠাৎই এই অভিনেতা অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন। সর্বশেষ কয়েক মাস আগে তিনি অভিনয় করেন অভিনেতা-নির্মাতা কচি খন্দকার পরিচালিত ‘তেল ছাড়া পরোটা’ নামের একটি ধারাবাহিকে। বর্তমানে ধারাবাহিকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হচ্ছে।