ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মালিবাগ-মৌচাক এলাকায় অস্ত্র দেখিয়ে দোকান দখল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৯:৫৮ পিএম
ঘটনাস্থল। ছবি-রূপালী বাংলাদেশ

রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের বেশ কয়েকটি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। বিএনপির স্থানীয় নেতারা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একাধিক দোকানদারের অভিযোগ, বিএনপির কিছু নেতা আনারকলি মার্কেটের (মৌচাক) কয়েকটি দোকানে তালা মেরে দিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান, অস্ত্র দেখিয়ে এবং ভয় দেখিয়ে কয়েকজন দূর্বৃত্ত তাদের একাধিক দোকান দখল করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, বিএনপি নেতা শামীম হোসেন ও আব্দুল মোতালিব রুবেলের নেতৃত্বে এই লুটপাট ও চুরির ঘটনা ঘটে।

সাধারণ দোকানদারদের অভিযোগ- এখানে লুটপাট হয়েছে; এক দোকানের মালামাল বিএনপির আরেক নেতা নিয়ে যাচ্ছেন। একজনের দোকানে আরেকজন তালা মেরে দিয়েছেন। বেশ কয়েকটি দোকান অস্ত্র দেখিয়ে দখল করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে এলে তারা চুপিসারে সরে পড়ে।

একাধিক দোকানদার জানান, আমাদের এখানে লুটপাট হয়েছে, ট্রাকে করে আমাদের মালামাল নিয়ে যাওয়া হয়েছে।

দোকানদারের অভিযোগ, কে বা কারা আমাদের সব দোকানপাট ভেঙে দিয়েছে। কিছু লোক অস্ত্র নিয়ে আমাদের দোকান খালি করে দিয়েছে। অভিযোগ উঠেছে—রমনা থানা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মোতালিব রুবেল, রমনা থানা যুবদলের বহিষ্কৃত নেতা মোস্তফা হাওলাদার মুক্ত, রমনা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছ, এবং সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের ইন্ধনে এসব দোকান ভাঙচুর, মালামাল চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, ‘এ বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ করেছে কি না, সেটাও আপাতত বলতে পারছি না। তবে কোনো অপরাধ হলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’