ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল আকবর আলীরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ১১:৫০ পিএম
জয়ের পর উল্লাসিত ক্রিকেটরা। ছবি- সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার্সে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দারুণ সূচনা করা আকবর আলীরা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে আফগানিস্তানের বিপক্ষে।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে কেবল ৭৮ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ব্যাট করে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ দল।

এই জয়ে টানা দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রাখল আকবর আলীরা।