ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৫:৪৬ পিএম
নিগার সুলতানা জ্যোতি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে চলা বিতর্ক এবং 'ড্রেসিংরুম ডিক্টেটরশিপ'-এর অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন।

তিনি স্পষ্ট জানিয়েছেন, অধিনায়ক হিসেবে সবার জন্য সমান সুযোগ ও সম্মান নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।

বর্তমানে ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা জ্যোতি ক্রিকবাজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন।

ড্রেসিংরুমে সবার সমান স্থান

অধিনায়কত্বের স্টাইল নিয়ে ওঠা প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, প্রত্যেক খেলোয়াড়ের জন্য ড্রেসিংরুমে সমান স্থান রয়েছে। অধিনায়ক হিসেবে হয়তো আমার প্রতি অন্যভাবে সম্মান দেখানো হয়, কিন্তু সুবিধা ও আচরণ সব খেলোয়াড়ের জন্য সমান।

তিনি তার মনোভাবের শুদ্ধতা এবং দলের প্রতি তার আন্তরিকতা নিয়ে কোনো সংশয় প্রকাশ করেননি। তিনি আরও যোগ করেন, আমি জানি আমি দলের জন্য কী করছি এবং আমার মনোভাব খাঁটি।

সিন্ডিকেটের অভিযোগ ভিত্তিহীন

সাবেক ও সিনিয়র খেলোয়াড় জাহানারা আলম এবং রুমানা আহমেদকে বাদ দেওয়ার পেছনে তার 'সিন্ডিকেট'-এর হাত থাকার অভিযোগকেও তিনি উড়িয়ে দেন।

জ্যোতি জানান, কেউ যদি বলে যে আমি সিন্ডিকেট গড়ে খেলোয়াড়দের বাদ দিয়েছি, এটা সত্য নয়।

তিনি তার ব্যাখ্যায় করে বলেন, আমি ২০২১ সালে অধিনায়ক হওয়ার পরও ২০২৩ পর্যন্ত কোনো নির্বাচনী প্যানেলের সদস্য ছিলাম না।

দলের ১১ সদস্যের দল বা ১৫-১৮ সদস্যের স্কোয়াড সম্পর্কে আমার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না। আমি শুধু প্রতিক্রিয়া দিই, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয় নির্বাচক ও প্রধান কোচের মাধ্যমে।

ইনজুরি ও পারফরম্যান্স

সাম্প্রতিক বিশ্বকাপে তার আশানুরূপ পারফরম্যান্স না হওয়ার কারণ হিসেবে দীর্ঘদিনের ইনজুরিকে দায়ী করেন নিগার। তিনি জানান, বিশ্বকাপে আমার পারফরম্যান্স আশানুরূপ হয়নি। দীর্ঘ তিন-চার মাস ধরে শিনবোন ইনজুরির সঙ্গে লড়াই করেছি।

চিকিৎসকরা আমাকে অন্তত ৪-৬ সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বর্তমানে তিনি সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার দিকে।

দলের প্রতি ভালোবাসা ও আস্থা পুনরুদ্ধার

মানসিক চাপ ও বিতর্কের মধ্যে থেকেও নিগার সুলতানা জ্যোতি দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আসন্ন ভারত সিরিজের আগে তিনি দলের ভেতরে আস্থা ফিরিয়ে আনার উপর জোর দেন।

তিনি বলেন, টিমে ভরসা পুনঃস্থাপন করা কঠিন হবে। কিন্তু আমি বিশ্বাস করি যে খেলোয়াড়রা আমার কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পায়, তা অব্যাহত থাকবে।

কেউই সম্মান বা ভালোবাসা জোর করে দিতে পারে না। আমি অর্জন করছি, এবং সেটাই দলের পরিবেশকে ধীরে ধীরে পুনরুদ্ধার করবে।