বরিশালে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়েছেন মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার। এ সময় মাসুমসহ উপস্থিত অন্যদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার পর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টিএসআই মাহাবুব আলম কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় নাম উল্লেখ করা হয়েছে ১৫ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরও ৬০–৭০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান। তিনি জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ভাটারখাল এলাকার সোহেল হাওলাদার, পালিয়ে যাওয়া মাসুমের স্ত্রী রিমি বেগম, একই এলাকার রিফাত এবং শিল্পি আক্তার।
পুলিশ জানায়, সম্প্রতি হওয়া একটি মামলার আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তারের জন্য শুক্রবার (১৪ নভেম্বর) রাত দুইটার দিকে ভাটারখালে অভিযান চালানো হয়। এ সময় মাসুমের পরিবার ও তার সহযোগীরা পুলিশের ওপর হঠাৎ আক্রমণ করে।
হামলায় ৬০-৭০ জন মিলে লাঠি ও ইট ব্যবহার করে আঘাত করলে এসআই নাসিম হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে মাসুম পুলিশের হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে চারজন হামলাকারীকে আটক করে পুলিশ।



