দেশের সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি। দেশের জনগণের নিরাপত্তা ও জনস্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।’
রোববার (১৬ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর ওই ইউনিয়নের অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে রিজভী বলেন, ‘চলতি নভেম্বর মাসে দেশে ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়ংকর আকার ধারণ করেছে।’
তিনি প্রশ্ন তুলেন, ‘আপনার সরকার এসব স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নিয়েছে? দেশের জনগণ বাঁচার অধিকার চায়, দু’বেলার খাবারের নিশ্চয়তা চায়। কৃষকরা দিশাহীন। বাজার নিয়ন্ত্রণ নেই। দেশের নিম্ন আয়ের মানুষ ও কৃষকের জন্য জনবান্ধব ব্যবস্থা করুন।’
রিজভী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের সঙ্গে গোপন চুক্তি করার প্রসঙ্গ টেনে বলেন, ‘সেদিনের মতো এখনো দেশের স্বার্থের বিপরীতে বিদেশি চুক্তি হলে চলবে না। চট্টগ্রাম বন্দর যদি বিদেশি কোম্পানির হাতে চলে যায় তাহলে দেশের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে। এসব বিষয়ে জনগণ জানার অধিকার রাখে।’
তিনি আরও বলেন, ‘অতীতের ভুল সংশোধন করে দেশের সামনে নতুন পথ তৈরির সুযোগ এসেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করা এখন সময়ের দাবি।’
রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, গোপন চুক্তি নয়। জনগণ এসব বিষয়ে নজর রাখছে এবং তাদের প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন।’
এই সময়ে রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


