ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে মালয়েশিয়ার হাইকমিশনার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৮:০৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বন্দর পরিদর্শনে এসে হাইকমিশনার বন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানেন। এ সময় উপস্থিত ছিলেন বন্দর সচিব ওমর ফারুক এবং পিএইচপি অটোমোবাইলের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামে নিযুক্ত মালয়েশিয়ার অনারারি কনসাল মোহাম্মদ আকতার পারভেজ।

সাক্ষাৎকালে হাইকমিশনার চট্টগ্রাম বন্দরের সার্বিক অগ্রগতি, পরিচালনাগত সক্ষমতা, দক্ষতা, উন্নয়ন প্রকল্প এবং নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে বাংলাদেশ-মালয়েশিয়ার দীর্ঘদিনের ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও জোরদার হবে।

আলোচনায় নাবিক প্রশিক্ষণ, পোর্ট ম্যানেজমেন্ট ট্রেনিংসহ সংশ্লিষ্ট খাতে মালয়েশিয়ার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। এ ছাড়া চিকিৎসা খাতে মালয়েশিয়ার অভাবনীয় সাফল্যের কথা উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীদের মালয়েশিয়া ভ্রমণের পরামর্শ দেন হাইকমিশনার।

এ সময় মালয়েশিয়ার হাইকমিশনারকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন দেখানো হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।