শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর প্রভাব পড়েছে সীমান্তঘেঁষা দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকাতেও।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হিলি পৌর শহরসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই হিলি শহরের বিভিন্ন মোড়, বাণিজ্যিক কেন্দ্র, রেলস্টেশন এলাকা ও বন্দরসংলগ্ন সড়কে পুলিশের উপস্থিতি বাড়তে দেখা যায়। বিশেষ করে পুলিশের মোটরসাইকেল স্কোয়াডের টহল ছিল বেশ চোখে পড়ার মতো, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বাড়িয়ে দিয়েছে।
হাকিমপুর থানার ওসি নাজমুল হক বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় হিলি এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সন্ধ্যা থেকে মোটরসাইকেল স্কোয়াডের টহল শুরু হয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুরোধ করছি।’
পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সব ধরনের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানা গেছে।



