ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

উপদেষ্টার বাসাসহ রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ১০:০৫ পিএম
ছবি- সংগৃহীত

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসাসহ রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর ও শ্যামপুর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে পর্যায়ক্রমে ঘটনাগুলো ঘটে।

এ দিন রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। 

এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো রেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাংলামোটর মোড়ে হঠাৎ করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে তা দেখা যায়নি। বিস্ফোরণের ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।

এ ছাড়া, রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর শ্যামপুর এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।