ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে জোড়া বিস্ফোরণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ১২:০৪ এএম

ঢাকার সেন্ট্রাল রোডে অন্তর্বর্তী পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ‘জোড়া হাতবোমা বিস্ফোরণ’ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সিসিটিভির ভিডিও বিশ্লেষণ করে ওসি জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক বাসার সামনে দুটি ককটেল ছুড়ে দ্রুত সরে পড়ে। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, আজ সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে। গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনাও ঘটছে।