ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

কৃষক-কৃষানি প্রশিক্ষণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০১:৪৫ এএম

নওগাঁর ধামইরহাটে দুই দিনব্যাপী কৃষক-কৃষানি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিনব্যাপী কৃষক-কৃষানি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান। কর্মশালার সভাপতিত্ব করেন নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোছা. হোমায়রা ম-ল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর রাব্বি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, মিলন কুমার প্রমুখ।