ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বরিশালে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তারুণ্য উৎসব-২০২৫’ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০২:৪২ এএম

তরুণ প্রজন্মকে ব্যাংকিং সম্পর্কে প্রাথমিক ধারণা, সঞ্চয় অভ্যাস গঠন ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আয়োজিত ‘তারুণ্য উৎসব-২০২৫’ এর অংশ হিসেবে বরিশালে আর্থিক সাক্ষরতাবিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুসূদন বণিক, নির্বাহী পরিচালক, ব্যাংলাদেশ ব্যাংক বরিশাল অফিস।