ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

রাত পোহালেই হাসিনার রায়, ঢাকাজুড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৩:২৮ এএম

রাজধানী ঢাকাজুড়ে তল্লাশি চেকপোস্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, যাত্রাবাড়ী, পুরানপল্টন, টিএসসিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন দেখা গেছে, প্রধান সড়ক ও মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সন্দেহ হলেই থামিয়ে দেখা হচ্ছে পথচারী থেকে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন। 

পুলিশ সদস্যরা বলছেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকার পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে রোববার থেকেই মাঠে নেমেছে বিজিবির টহল দল।

এদিকে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার সেনাসদরে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

আজ সোমবার জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত তিন সদস্যের প্যানেল রায় দেবেন। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, বেলা ১১টার দিকে রায় ঘোষণা শুরু হতে পারে।

রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর অভিযোগ এবং আরও প্রায় ২৫ হাজার মানুষকে গুরুতর আহত করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল। গত বৃহস্পতিবার আদালত রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।