ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার রায় টিএসসিতে বড় পর্দায় দেখাবে ডাকসু

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৪:৩৭ এএম

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রথম রায় সরাসরি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় রায়টি দেখানো হবে।

ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম রোববার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, রায়টি টিএসসিতে সরাসরি সম্প্রচার করা হবে। ওই পোস্টে তিনি মামলার পক্ষ–বিপক্ষ নিয়ে ব্যক্তিগত মতামতও প্রকাশ করেন।

এদিকে একই মামলায় সর্বোচ্চ শাস্তির দাবিতে রোববার রাতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। মিছিলে সংগঠনের সভাপতি জাহিদ হাসান বলেন, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে দীর্ঘদিন শক্ত অবস্থান ধরে রেখেছে। সংগঠনের দাবিতে বলা হয়, দলটির শীর্ষ নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাহিদ হাসান আরও বলেন, দলের অতীত ও বর্তমান নেতৃত্ব দেশের জন্য ‘ক্ষতিকর ভূমিকা’ রেখেছে, এমন অভিযোগও সংগঠনটি উত্থাপন করেছে।