ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

ভিন্ন ফারিয়াকে দেখা যাবে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০২:২৫ এএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় দক্ষতা ও পর্দায় উপস্থিতির অনন্য ছাপ দিয়ে দর্শক ও সমালোচকদের মন জয় করেছেন। তার প্রাঞ্জল অভিনয়শৈলী এবং চরিত্রে বাস্তবতার ছোঁয়া তাকে দুই বাংলায় অন্যতম আলোচিত ও প্রিয় মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নুসরাত ফারিয়া অভিনীত চলচ্চিত্র ‘ফুটবল ৭১’-এর নাম সম্প্রতি পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘ঠিকানা বাংলাদেশ’। সিনেমাটির শুটিং এবং গল্প নিয়ে তিনি আনন্দিত, এবং দর্শকদের জন্য এটি ভিন্ন ধরনের একটি সিনেমা হিসেবে উপস্থাপিত হবে বলে আশা ব্যক্ত করেছেন।

ফারিয়া বলেন, ‘ফুটবল ৭১ সিনেমার নাম পরিবর্তন হয়েছে। এখন নাম দেওয়া হয়েছে, ‘ঠিকানা বাংলাদেশ’। এটি একটি চমৎকার সিনেমা। ঠিকানা বাংলাদেশ সিনেমাতে এক ভিন্ন ফারিয়াকে দর্শক দেখতে পাবে। এমনও হয়েছে, শুটিংয়ে বেশকিছু দৃশ্যে দেখা গেছে, আমি শুট করতে করতে মেছতা পড়ে গেছে। সিনেমাটির গল্প অনেক সুন্দর। আমার মনে হয়, দর্শকদের ভিন্ন ধরনের একটা সিনেমা দেখার সুযোগ হবে।’

বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফারিয়া। বেশ কিছুদিন ধরে তার কাজের পরিধি ভালোই রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে ভালোই ব্যস্ততা যাচ্ছে। অতীতের কিছু চুক্তিবদ্ধ থাকা বেশ কয়েকটি কাজ করা হয়েছে। আর এখন যেহেতু স্টেজ শোয়ের মৌসুম শুরু হয়েছে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই সময়টাতে অনেক বেশি ভ্রমণ করা হবে দেশের বাইরে এবং দেশে, সেইগুলো নিয়ে ব্যস্ততা রয়েছে। এই মুহূর্তে আমার গানের কাজ করছি। খুব শিগগিরই আমার একটি গান প্রকাশ পাবে। নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি, এখন সেটার প্রস্তুতি চলছে।’

সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ। রায়হান খান পরিচালিত এই সিনেমায় নারী ও শিশু নির্যাতন ২০০১ আইনের একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত কোর্টরুম ড্রামা ঘরানার। গল্পে ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের সূক্ষ্ম টানাপোড়েন তুলে ধরা হয়েছে। সিনেমায় ফারিয়া অভিনয় করছেন ব্যারিস্টারের চরিত্রে, যে সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বে।

নুসরাত ফারিয়া ওপার বাংলার বেশকিছু সিনেমায় কাজ করেছেন। যার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলাতেও তার জনপ্রিয়তা অর্জিত হয়েছে। এই মুহূর্তে ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একটি সিনেমা। এ নিয়ে ফারিয়া বলেন, ‘ওপার বাংলায় রকস্টার নামের একটা কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে আমার সহশিল্পী যশ দাশগুপ্ত। আমি শুনেছি আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে। আপাতত ওপার বাংলায় কোনো কাজ হচ্ছে না, ভিসা জটিলতার কারণে। আশা করছি, সমাধান হলে ইনশাল্লাহ নতুন কাজে দেখা যাবে।’