দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের উজ্জ্বল নাম সাদিয়া ইসলাম মৌ। তিন দশকেরও বেশি সময় ধরে মডেলিং, নাচ এবং অভিনয়ে নিজের দক্ষতা ও সৌন্দর্যের মেলবন্ধনে তিনি গড়ে তুলেছেন এক অনন্য পরিচিতি। নতুন প্রজন্মের অনুপ্রেরণা এই তারকা সম্প্রতি কথা বলেছেন বিভিন্ন প্রসঙ্গে।
দেশের বিজ্ঞাপনজগতে দীর্ঘদিন ধরে সক্রিয় উপস্থিতি বজায় রেখেছেন সাদিয়া ইসলাম মৌ। ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন উল্লেখযোগ্য ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যতম শীর্ষ মডেল হিসেবে। বিজ্ঞাপন ও নাটকে নতুন প্রজন্মের অনেকে দারুণ কাজ করলেও সবার সঙ্গে তার কাজের সুযোগ হয়নি বলে জানালেন তিনি।
তার ভাষায়, ‘আমি বেশিরভাগ বিজ্ঞাপনে কাজ করেছি। বিজ্ঞাপনে এখন যারা ভালো করছে, সবার সঙ্গে কাজ হয়েছে এমন নয়। নাটকে অনেক পরিচালক আছে, যারা অনেক ভালো কাজ করেন, অনেকেরই সঙ্গে কাজ করা হয়নি। তারা যখন যোগ্য মনে করবেন, আমাকে ডাকলে অবশ্যই কাজ করব।’
দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৌ। তিনি জানান, দীর্ঘ সময় ধরে তার কাজ দর্শকের ভালোলাগা এটাই তার জন্য সবচেয়ে বড় অর্জন। তার মতে, কোনো কাজ একার প্রচেষ্টায় সফল হয় না, সহশিল্পী ও পুরো দলের সম্মিলিত পরিশ্রমেই একটি কাজ পরিপূর্ণতা পায়। বর্তমান প্রজন্মের দর্শক এখনো তার কাজ আগ্রহ নিয়ে দেখছেন, যা তাকে আরও অনুপ্রাণিত করে।
১৯৮৯ সালে প্রথম মডেলিংয়ে পা রাখেন মৌ। সেই থেকে শুরু, এখনো কাজ করছেন তিনি। এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। ৩৫ বছর ধরে দেশের শীর্ষ মডেল হিসেবে রাজত্ব চলছে মৌয়ের। মডেল পরিচয়ের পাশাপাশি মৌ একজন গুণী নৃত্যশিল্পী। বিশেষ দিবসের নাটকে মাঝে মধ্যে দেখা মেলে তার। গল্পপ্রধান, অভিনয় করার মতো চরিত্র পেলে সিনেমায় আগ্রহী মৌ।

